কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মোবাইল ফোনে বাল্য বিয়ে, কনের পিতার জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১১ মার্চ ২০২০, বুধবার, ৭:৪৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্য বিবাহ দেওয়ার অপরাধে কনের পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) বিকালে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

জানা যায়, উপজেলার কুমড়ি গ্রামের এক ব্যক্তি তার সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্নকারী কন্যাকে বিয়ে দেন একই গ্রামের সৌদিআরব প্রবাসী এক যুবকের সাথে।

মোবাইল ফোনের মাধ্যমে এই বিয়ের কাজ সম্পন্ন করা হয়।

এদিকে বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান কনের বাড়িতে গিয়ে হাজির হন।

এসময় মুঠোফোনে বাল্য বিবাহ সম্পন্ন করার অপরাধে কনের পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর