কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিজ জেলা কিশোরগঞ্জে প্রথম বারের শুটিংয়ে কৃষকের বেশে নায়ক সাইমন

 স্টাফ রিপোর্টার | ৭ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১২:৫৯ | বিনোদন 


কিশোরগঞ্জের সন্তান বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। ‘জান্নাত’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সম্প্রতি লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৬ সাল থেকে সিনেমা অঙ্গণে তার পথচলা শুরু হলেও নিজের জেলায় এবারই প্রথম কোন ছবির শুটিং করেছেন সাইমন সাদিক।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং এর জন্য কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় রোববার (৫ জানুয়ারি) আসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘জান্নাত’ ছবির টিম।

এখানে ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং এ চিত্রনায়ক সাইমনকে দেখা যায় পুরোদস্তুর এক কৃষকের বেশে। লুঙ্গি কাচা মেরে, মাথায় লাল গামছা বেঁধে জমিতে ধানের চারা রোপণ করছেন। সাথে চিত্রনায়িকা মাহিও ধানের চারা রোপণ করছেন।

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে দেখতে ভিড় করেন হাজারো নারী-পুরুষ, শিশু-যুবা।

গ্রামের হাজার হাজার মানুষ শুটিং দেখতে ভিড় জমিয়েছেন, সাইমন-মাহির সঙ্গে ছবি তুলেছেন। সোমবার (৬ জানুয়ারি) বিকালে সাইমন ফেসবুকে শুটিংয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের আনন্দ অশ্রু’র শেষ দিনের শুটিং।’

১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পেয়েছিল সালমান শাহ-শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’। ওই সময়ে ব্যাপক সাড়া ফেলে ছবিটি। এবার একই নাম নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক সাইমন-মাহিকে নিয়ে বানাচ্ছেন ‘আনন্দ অশ্রু’।

নির্মাতা মানিক আগেই বলেছেন, নতুন গল্প নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করছি। এটি আগের ‘আনন্দ অশ্রু’র সিক্যুয়াল কিংবা রিমেক নয়।

‘সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট ও গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে ‘আনন্দ অশ্রু’। নিয়ম রয়েছে, মুক্তির ১২ বছর পার হলে একই নামে ছবি নির্মাণ করা যায়। সেজন্য ‘আনন্দ অশ্রু’ নাম নেয়ার জন্য কারো অনুমতি নিতে হয়নি।’

২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জে শুরু হয়েছিল সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’র শুটিং। এরপর কয়েক লটে শুটিং হয়। এবার কিশোরগঞ্জের নিকলীর হাওর এলাকায় শেষ হচ্ছে ছবির পুরো কাজ।

‘আনন্দ অশ্রু’র কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক। সাইমন-মাহি ছাড়াও অভিনয় করবেন আলী রাজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মারুফ আকিব, চিকন আলী, নুসরাত জাহান পাপিয়া, জয় চৌধুরী, সীমান্ত।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমাদের সিনেমার শুটিং শেষ হচ্ছে। যত দ্রুত সম্ভব এডিটিং ও কালার গ্রেডিংয়ের কাজ শেষ করবো। সব কিছু ঠিক থাকলে এপ্রিলে পহেলা বৈশাখ ‘আনন্দ অশ্রু’ মুক্তি পাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর