কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ৭:৩৪ | কিশোরগঞ্জ সদর 


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান।

এ সময় বৌলাই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার মৃধা, বৌলাই ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন এবং ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে ১৫ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান সুবিধাভোগীদের দেয়া চালের পরিমাপ পরীক্ষা করেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার সকল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ব্যক্তি/ পরিবারকে ১৫ কেজি হারে ভিজিএফ এর চাল দেয়া হবে। এই কাজ মনিটর করার জন্য প্রতিটি ইউনিয়নে অফিসার ট্যাগ করা হয়েছে। ভিজিএফ বিতরণে কোন ধরণের অনিয়ম সহ্য করা যাবে না।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর