কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৯ অক্টোবর ২০২৩, সোমবার, ৩:৩৯ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. শাহ আলম মিয়া (২৫) ও মো. সাব্বির হোসেন (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল সিদ্ধেশ্বরী মোড় থেকে তাদের আটক করা হয়।

তাদের মধ্যে মো. শাহ আলম মিয়া কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল নয়াপাড়া জনতা স্কুল রোডের মো. আব্দুর রশিদের ছেলে এবং মো. সাব্বির হোসেন একই এলাকার মো. রুবেল মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, মো. শাহ আলম মিয়া ও মো. সাব্বির হোসেন উভয়েই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রয় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল সিদ্ধেশ্বরী মোড় এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর একটি টিম অভিযান চালায়।

অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ মো. শাহ আলম মিয়া ও মো. সাব্বির হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর