করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেয়া হয়।
এ সময় গুজাদিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ছাড়াও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন ।
নতুন কমিটি গঠন বিষয়ে ধারণা দেন জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান অভি, জেলা ভলেনটিয়ার বিল্লাল হোসেন নয়ন ও কেন্দ্রীয় ভলেনটিয়ার ফয়সাল আহমেদ রনি।
পরে নতুন কমিটি গঠন করা হয়।