কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা

 স্টাফ রিপোর্টার | ২১ অক্টোবর ২০২৩, শনিবার, ১০:০১ | কলকাকলি 


বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে ‘শিশুর জন্য বিনিয়োগ করি; ভবিষ্যত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত বিষয়ে সচেতনতামূলক সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) কিশোরগঞ্জ এনসিটিএফ এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় ও ইয়েস বাংলাদেশের সার্বিক তত্বাবধানে জেলা শিশু একাডেমিতে এ সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ এর সভাপতি কোহিনূর আফজাল।

এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা শিশু একাডেমির কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাইকুল ইসলাম।

ইয়েস বাংলাদেশ কিশোরগঞ্জ সভাপতি মো, ফয়সাল আহমের রনি’র সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির সভাপতি উমাইয়া ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক কেয়া, যুগ্মসাধারণ সম্পাদক মিনহাজুর রহমান মৃত্তিক ও এনসিটিএফ কিশোরগঞ্জ জেলার এনসিটিএ চাইল্ড পার্লামেন্ট সদস্য অপার সহ অভিভাবক ও শিশুরা।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর