কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নেয়ায় কৃতী শিক্ষার্থী রাফাকে সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার | ২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১১:১৫ | কলকাকলি 


দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে গত ১ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হয়ে গেলো ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরি-২০২৩। বিশ্ব স্কাউটের সবচেয়ে বড় এ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জনকারী কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী তাহসিন ইসলাম রাফা।

বিশ্ব স্কাউট জাম্বুরিতে কিশোরগঞ্জ জেলা থেকে একমাত্র স্কাউট সদস্য হিসেবে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর তাহসিন ইসলাম রাফাকে সংবর্ধনা দিয়েছে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল-ইন স্কাউটিং ইউনিট।

এ উপলক্ষে গত রবিবার (২০ আগস্ট) সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার অ্যাডভোকেট আহসানুল মোজ্জাকির।

সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মো. আব্দুল আউয়াল মুন্না এবং জেলা স্কাউট সহকারী কমিশনার মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যরা তাহসিন ইসলাম রাফার হাতে অভিনন্দন স্মারক তুলে দেন।

প্রসঙ্গত, সরযূ বালা বিদ্যালয়ের প্রথম এবং একমাত্র শিক্ষার্থী হিসেবে তাহসিন ইসলাম রাফা বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে কিশোরগঞ্জ জেলা থেকে একমাত্র স্কাউট সদস্য হিসেবে রাফা অংশগ্রহণ করেছেন।

কৃতী শিক্ষার্থী তাহসিন ইসলাম রাফা সরকারের উপ-সচিব ড. মো. রফিকুল ইসলাম এবং ২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) পুরস্কারপ্রাপ্ত সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীরের মেয়ে। এই দম্পতির দুই কন্যাসন্তানের মধ্যে রাফা ছোট।

রাফা ২০২০ সালে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর