কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঢাবি’র আন্তর্জাতিক মাইম উৎসবে প্রশংসিত রিফাতের পরিবেশনা

 স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:১৮ | রকমারি 


মূকাভিনয় কেন্দ্রিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডুমা) এর উদ্যোগে পঞ্চম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০২৪ শুরু হয়েছে। দুই দিনব্যাপী (২২-২৩ মে) উৎসবটি টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবের প্রথম দিন বুধবার (২২ মে) সন্ধ্যায় 'শারীরিক ব্যায়াম' শিরোনামে একটি মাইমো ড্যান্স পরিবেশন করেন কিশোরগঞ্জের মূকাভিনয় শিল্পী রিফাত ইসলাম। তার মাইমো ড্যান্সটি বেশ প্রশংসিত হয়।

উৎসব নিয়ে রিফাত ইসলাম কিশোরগঞ্জ নিউজকে বলেন, মূকাভিনয় নিয়ে বাংলাদেশে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন সংগঠনটিই এতো বড় আয়োজন করে থাকে। এছাড়া সেখানে মূকাভিনয় উৎসবের আয়োজন হলে আয়োজকরা আমাকে স্মরণ করেন। তাই উৎসবে অংশগ্রহণ করতে মিস করি না।

মূকাভিনয় শিল্পের প্রচার ও প্রসারে সংগঠনটি এ ধারা অব্যাহত রাখবে বলে আশা করি৷

দুই দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বাংলাদেশসহ ভারত, ইতালি ও দক্ষিণ কোরিয়ার ১২টি সংগঠনের প্রায় অর্ধশত মূকাভিনয় শিল্পী অংশগ্রহণ করার কথা রয়েছে। এতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত মূকাভিনয় প্রদর্শনী হবে।

বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯টায় ডুমার মূকাভিনয় শিল্পীদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে উৎসবটির সমাপ্তি ঘটবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর