কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাঁচ টাকা কেজি খিরাই শশা, কৃষকের মাথায় হাত

 বাজিতপুর সংবাদদাতা | ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৩:২৫ | কৃষি 


কিশোরগঞ্জের বাজিতপুরসহ পার্শ্ববর্তী উপজেলা নিকলী, অষ্টগ্রাম ও অন্যান্য উপজেলায় এবার খিরাই শশার বাম্পার ফলন হয়েছে। কিন্ত গত বছর কৃষক তুলনামূলকভাবে ভালো দাম পেলেও চলতি বছর একেবারেই দাম পাচ্ছেন না।

মাঠ থেকে এবার ৪/৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খিরাই শশা।

এসব খিরাই শশা চট্টগ্রাম, ঢাকাসহ সারাদেশে যাচ্ছে।

এ বিষয়ে বাজিতপুরের কৈলাগ গ্রামের কৃষক ফজল মিয়া, হানিফ মিয়া, মইদুল মিয়া, কুকরাই গ্রামের ধনু মিয়া, পিউরী গ্রামের দুলাল মিয়া, অষ্টগ্রাম উপজেলার ফালু মিয়া, নিকলীর মাহফুজ মিয়াসহ অসংখ্য  কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, প্রতি একর জমিতে ভাড়া বাবত ২৫ হাজার টাকা, বপন, সার, কীটনাশক, হাল ও শ্রমিকসহ ৫০/৬০ হাজার টাকা ব্যয় হয়।

কিন্তু বর্তমান বাজারে ৬০ কেজি বস্তার খিরাইর দাম মাত্র ৩শ’ থেকে ৩২০ টাকা ধরে বিক্রি করতে হচ্ছে।

ধার দেনা করে আনা টাকারও রয়েছে সুদ। সব মিলিয়ে এবার অর্ধেক টাকাও আসবে না।

এ পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে খিরাই শশা চাষীদের।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর