কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

 বিজয় কর রতন, মিঠামইন | ৩ ডিসেম্বর ২০২২, শনিবার, ৬:২৯ | মিঠামইন 


কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের বদলীজনিত বিদায় উপলক্ষে মিঠামইনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) মিঠামইনের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী সংবর্ধনায় সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন।

এতে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. আবদুল হক নূরু, সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক আহমেদ সিদ্দিকী, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মিঠামইন বণিক সমিতির সভাপতি আহমদ আলী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল কাইয়ুম খান।

এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর