কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


৯ পদে জনবল নিচ্ছে কিশোরগঞ্জের বড়পুল চক্ষু হাসপাতাল

 জবস জোন ডেস্ক | ১ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ৬:২১ | জবস জোন 


কিশোরগঞ্জ এ প্রতিষ্ঠিত বড়পুল চক্ষু হাসপাতালে বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। এজন্যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নলিখিত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রমিক নং ------ পদের নাম ---------------- পদের সংখ্যা ------- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

০১. মেডিকেল অফিসার (চক্ষু) ---- ০১ ------- এমবিবিএস পাশ। চোখের রোগী দেখায় অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার দেয়া হবে।

০২. অফথ্যালমিক প্যারামেডিক ---- ০২ ------- মিড লেভেল অফথ্যালমিক প্যারামেডিক (এমএলওপি)/রিফ্রেকশন কোর্স সম্পন্ন হতে হবে।

০৩. নার্স ---- ০৩ ------- যে কোন স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট হতে ডিপ্লোমা পাশ হতে হবে। অফথ্যালমিক নার্সিং কোর্স সম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

০৪. ক্যাম্প অর্গানাইজার (পুরুষ) ---- ০২ ------- স্নাতক পাশ অথবা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এইচ.এস.সি পাশ।

০৫. রিসিপশনিস্ট  (মহিলা) ---- ০১ ------ স্নাতক পাশ অথবা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এইচ.এস.সি পাশ। সুন্দর বাচন ভঙ্গি থাকতে হবে। কম্পিউটার জানা থাকতে হবে।

০৬. অফিস সহকারী ---- ০১ ------ এইচ.এস.সি পাশ। কম্পিউটার জানা থাকতে হবে।

০৭. নিরাপত্তা প্রহরী ---- ০১ ------ কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

০৮. নৈশ প্রহরী ---- ০১ ------ কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

০৯. পরিচ্ছন্নতা কর্মী ---- ০২ ------- কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ। হাসপাতালের কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

শর্তাবলী :

১. সকল পদের জন্য বয়স  ১০ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখে  ১৮ - ৩৫ বছর হতে হবে।

২. সকল পদের জন্য বেতন অভিজ্ঞতা ও দক্ষতার বিবেচনায় আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে।

৩. যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের কে  প্রধান নির্বাহী কর্মকর্তা, বড়পুল চক্ষু হাসপাতাল, কাটাবাড়িয়া মোড়,(পাসপোর্ট অফিসের আগে) কিশোরগঞ্জ এর বরাবর আগামী ১০ ফেব্রুয়ারী, ২০২২ ইং তারিখ অফিস সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় সরাসরি/ডাক যোগে অথবা baropul.eye.hospital@gmail.com ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। খামের উপর পদের  নাম লিখতে হবে।

৪. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা বিলম্বে প্রাপ্ত আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৫. যথা সময়ে প্রাপ্ত আবেদনকারীদের কোন প্রকার প্রবেশ পত্র প্রেরণ করা হবে না । প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত মোবাইল নাম্বারে লিখিত/মোখিক পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।

৬. পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

৭. ০৪ নং পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পদের প্রার্থীদের মোটর সাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৮. আবেদন পত্রের  সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে।

ক) আবেদন পত্র

খ) জীবন বৃত্তান্ত

গ) সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

ঘ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটো কপি

ঙ) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।

চ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।

ছ) ই-মেইলে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রের স্ক্যান কপি দিতে হবে ।

৯. এই নিয়োগ সংক্রান্ত কোন প্রকার তদবীর বা সুপারীশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১০. নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

স্বাক্ষরিত/-

চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা

নিয়োগ কমিটি

বড়পুল চক্ষু হাসপাতাল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর