কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বিকালে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে ভৈরব একাদশ বনাম ব্যারিস্টার সুমন একাদশ এর মাঝে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ ম্যাচে ভৈরব একাদশ ২-১ গোলে ব্যারিস্টার সুমন একাদশকে পরাজিত করে। ম্যাচটি দেখতে আসা ফুটবলপ্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সার্বিক পরিচালনায় প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক রাফিউল আলম মঈন, এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য মোশারফ হোসেন, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক মিলাদ হোসেন অপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা প্রমুখ।
ম্যাচ শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় ব্যারিস্টার সুমন তরুণ ও যুবকদের উদ্দেশ্যে বলেন, দলমত নির্বিশেষে সবাই মিলে ফুটবলকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের খেলোয়াড়রাই আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হয়ে দেশের সুনাম কুড়িয়ে আনবে।
এছাড়া তিনি ভৈরবের খেলোয়াড়দের খেলা দেখে প্রশংসা করে বলেন, লোকাল টিম হিসেবে আজকে তারা যে খেলা খেলছে যদি তাদেরকে আরেকটু পানি দেন, তাহলে তারা একদিন বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ করবে।
তিনি খেলাধূলার পাশাপাশি লেখাপড়া করারও আহবান জানান।
ম্যাচ শেষে তিনি মাঠ পরিচর্যা ও খেলোয়াড়দের জন্য অর্ধ লক্ষাধিক টাকা অনুদান প্রদান করেন।
ভিডিও: