কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আন্ত:মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ১০:০৬ | খেলাধুলা 


১৯টি মেডিকেল কলেজের অংশগ্রহণে কিশোরগঞ্জে ডি রাইজ আন্ত:মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকালে জেলার বাজিতপুর উপজেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ স্টেডিয়ামে এ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ খেলায় ময়মনসিংহ কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া টিএম মহিলা সবুজ সংঘ মেডিকেল কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলাটি গোলশূন্য অমীমাংসিত থাকে।

উৎসব মুখর পরিবেশে গত ২৭ অক্টোবর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ স্টেডিয়ামে আন্ত:মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

প্রতিযোগিতায় বগুড়া টিএম মহিলা সবুজ সংঘ মেডিকেল কলেজের মারুফ সেরা খেলোয়াড় এবং ৬ গোল করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রশান্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।

মেডিকেল কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করেন।

শিরোপা নির্ধারণী খেলায় প্রধান অতিথি হিসাবে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বিজয়ী ও রানার আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, হাসপাতালের কার্যকরী পরিচালক ও উপপরিচালকবৃন্দ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর