কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে কিশোরগঞ্জে শত দুস্থজনের মাঝে পুনাকের খাবার বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০২১, রবিবার, ৬:৪৪ | নারী 


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি, কিশোরগঞ্জ এর উদ্যোগে ১০০ দুস্থ ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) পুলিশ লাইন্স ড্রিল সেডে ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে দুস্থ ব্যক্তিদের মাঝে এই খাবার বিতরণের আয়োজন করা হয়।

পুনাক কিশোরগঞ্জ সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী নিজে উপস্থিত থেকে স্বাস্থ্য বিধি মেনে দুস্থ ব্যক্তিদের হাতে খাবার তুলে দেন।

এ সময় সভানেত্রীর সাথে পুনাকের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে খাবার বিতরণে সহায়তা করেন।

পুনাক কিশোরগঞ্জ সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী বলেন, পুনাক মানবিক উদ্যোগ নিয়ে সব সময়ই দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে। তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে পুনাক।

এ সময় তিনি পুনাক এর এ কার্যক্রম চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর