কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


উইম্যান এন্ড ই-কমার্স উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্লাটফরম: ডিসি কিশোরগঞ্জ

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৫:৪৩ | নারী 


কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, প্রযুক্তি বিপ্লবের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষসহ সবাই যেন প্রযুক্তির সুফল ভোগ করতে পারে, এমন একটি নেটওয়ার্ক দেশজুড়ে বিস্তৃত হচ্ছে। এখন প্রত্যন্ত হাওরে বসেও মানুষ ডিজিটালি কানেক্টেড হচ্ছে। উন্নয়নকে ঠেকসই করতে প্রযুক্তিকে আরো ব্যবহার করার অবকাশ সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ‍উইম্যান এন্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজিত কিশোরগঞ্জ জেলার নারী উদ্যোক্তাদের এক ভার্চুয়াল মিট আপে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দেশে প্রতি দুইজনের একজন নারী। বর্তমানে নারীরা পুরুষদের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কাজ করছে। দেশের প্রবৃদ্ধিকে আরো এগিয়ে নিয়ে যেতে উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ খুবই জরুরী। সেক্ষেত্রে উইম্যান এন্ড ই-কমার্স ফোরামের ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, আমি আশা করি, উইম্যান এন্ড ই-কমার্স ফোরামের মতো যুগোপযোগী এই প্লাটফরমটি আগামী দিনেও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। সরকারি পর্যায়ে নারী উদ্যোক্তাদের ট্রেনিংয়ের প্রচুর সুযোগ রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের যদি সহায়তা করার প্রয়োজন হয়, আমরা সেটি করার চেষ্টা করব।

জুম অ্যাপে অনুষ্ঠিত এই ভার্চুয়াল মিট আপে সভাপতিত্ব করেন উইম্যান এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।

ভার্চুয়াল মিট আপ আয়োজনে সমন্বয় করেন কিশোরগঞ্জের নারী উদ্যোক্তা ফেরদৌসি জাহান কচি। সঞ্চালনা করেন ফারজানা তন্বি।

এতে উইম্যান এন্ড ই-কমার্স ফোরাম (উই) এবং এর কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা দেন ফোরামের উপদেষ্টা কবির সাকিব।

বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ভার্চুয়াল মিট আপে অন্যদের মধ্যে নারী ফোরামের কো-অর্ডিনেটর মাহফুজা সোমা, নারী উদ্যোক্তা জাকিয়া আক্তার খানম, হৃদিতা কবির, নূরুন নাহার দিবা, সাবিকুন্নাহার, নিপা আমিন, নাবিলা রহমান, মিথিলা হোসেন, মিশু আক্তার, খাদিজা আক্তার পপি, সুলতানা শাওন, রাফিয়া ভূঁইয়া, ফারজানা আক্তার, তাজমিনা হক প্রমুখ বক্তব্য রাখেন।

নারী উদ্যোক্তারা তাদের বক্তব্যে উইম্যান এন্ড ই-কমার্স ফোরাম (উই) ফেসবুক গ্রুপের মাধ্যমে নিজেদের সফল নারী উদ্যোক্তা হয়ে ওঠার কাহিনী তুলে ধরেন।

সভাপতির বক্তৃতায় উইম্যান এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা জানান, উই এ কিশোরগঞ্জ জেলায় ১৫০ জন উদ্যোক্তা রয়েছেন। ফোরামের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা বাড়াতে পারছেন। ট্রেনিং এর মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের দক্ষতা বাড়াতে পারছেন। তারা এখন দেশের বাইরে পণ্য বিক্রি করছেন।

এছাড়া বায়ার-সেলার মিটিং এর মাধ্যমেও উদ্যোক্তাদের ব্যবসার বিকাশে উই ভূমিকা রাখছে।

উইম্যান এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা উদ্যোক্তাদের জন্য সরকারি পৃষ্টপোষকতাও দাবি করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর