কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও ব্যবসায়িক মিলনমেলা

 স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২৪, শনিবার, ৫:০১ | অর্থ-বাণিজ্য 


মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে কিশোরগঞ্জে সিমেন্ট ডিলার ও রিটেইলার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে কিশোরগঞ্জ শহরতলীর মোল্লাপাড়া এলাকায় নেহাল গ্রীন পার্ক অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্রেশ সিমেন্টের সেলস এন্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. নাসিরুল আলম সুমন, সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মহিউদ্দিন আহম্মেদ, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু সাঈদ চৌধুরী ও খান জাফর আলতাফ।

এতে অন্যদের মধ্যে খান ট্রেডার্সের প্রোপাইটর খাইরুল আলম খান, স্টিল কিংয়ের প্রোপাইটর মো. আবদুর রশিদ, ফ্রেশ সিমেন্টের ডেপুটি ম্যানেজার রমজান আলীসহ কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার ডিলার ও রিটেইলারগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজনে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও মতবিনিময় সভাকে ঘিরে ব্যবসায়িক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

পরে প্রত্যেককে মেঘনা গ্রুপের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর