কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চেয়ারম্যান পদে লড়তে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন আতাউল্লাহ সিদ্দিক মাসুদ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ২:২৬ | পাকুন্দিয়া  


উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ ইউনিয়ন নারান্দীতে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট গার্মেন্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারান্দী ইউনিয়নের ছোট আজলদী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আতাউল্লাহ সিদ্দিক মাসুদ এর কর্মী-সমর্থকরা এ সভার আয়োজন করেন।

শাফি উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুঞ্জরুল হক হীরা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল রেজা, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইউপি সদস্য শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম খান, আবদুল কাদির প্রমুখ।

এলাকার উন্নয়নসহ উপজেলাবাসীর খেদমত করার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে চান উল্লেখ করে আতাউল্লাহ সিদ্দিক মাসুদ তার বক্তৃতায় নিজ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। হালাল-উপার্জনের মাধ্যমে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমার কোনো চাহিদা নেই। মা-বাবার নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে গরীব-অসহায় মানুষসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করি।

এলাকার উন্নয়নসহ উপজেলাবাসীর খেদমত করার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করতে চাই। সেজন্য নিজ এলাকাবাসীর সহযোগিতা খুবই প্রয়োজন। তাই নিজ এলাকার লোকজনদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেছি। সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

সভায় বক্তারা আতাউল্লাহ সিদ্দিক মাসুদকে এলাকাবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তারা বলেন, আতাউল্লাহ সিদ্দিক মাসুদ একজন প্রতিষ্ঠিত গার্মেন্ট ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে যুক্ত। এলাকার গরীব-দুখী মেহনতি মানুষদের সাহায্য-সহযোগিতা করে আসছেন। এছাড়াও নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখে আসছেন। তিনি রাজনীতি করেন মানুষের সেবা করার জন্য। উনার নিজের কোনো চাহিদা নেই। অত্র এলাকার উন্নয়নে উনার মতো নেতার প্রয়োজন।

তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্ধিতা করলে আমরা এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতা করব।

সন্ধ্যায় শুরু হলেও গভীর রাত পর্যন্ত চলে এ মতবিনিময় সভা। এতে ছোট আজলদীসহ আশপাশের কয়েকটি গ্রামের শতশত মানুষ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর