কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৮ মার্চ ২০২৪, শুক্রবার, ৩:৩১ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জে সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরামের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে কালেক্টরেট কর্মচারী ক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জের চেয়ারম্যান ও জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ভূঁইয়া।

সভায় ফোরামের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এডভোকেট মো. নিজামউদ্দিন, ভাইস চেয়ারম্যান আ.স.ম গোলাম রব্বানী, ব্যবস্থাপনা পরিচালনা সারোয়ার আহম্মদ খান, উপদেষ্টা বিলকিছ বেগম, পরিচালক (সংগঠন) মোয়াজ্জেম হোসেন গাজী, ভাইস চেয়ারম্যান আলীম উদ্দিন, কালেক্টরেট কর্মচারী ক্লাবের সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া, ফোরামের উপদেষ্টা আবদুর রহমান রুমী, আবু তাহের ও ইকবাল আহমদ, পরিচালক (দপ্তর) হাসান মাহমুদ প্রমুখ প্রমুখ বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন মাহমুদা আক্তার।

সভায় সম্পাদকীয় প্রতিবেদন, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির পর্যালোচনাসহ ফোরামের আয়-ব্যয় এবং বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে বক্তারা বক্তব্য রাখেন। তারা সদস্যদের কল্যাণধর্মী বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে ফোরামের কার্যক্রমকে আরো গতিশীল করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকের আমরা পরের তরে’ এই মূলনীতির উপর ভিত্তি করে সঞ্চয়ের মাধ্যমে আত্ম উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সরকারী চাকুরিজীবী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ গঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর