কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৮ জানুয়ারি ২০২৪, রবিবার, ১:২৪ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত হোসেনপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন অভিযান তদারকি করেন।

এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ও শুক্রবার (২৬ জানুয়ারি) এই দুইদিন মাইকিং করে স্বেচ্ছায় ফুটপাত থেকে দোকানপাট সরিয়ে নিতে পৌর মেয়রের নির্দেশে মাইকিং করা হয়। কিন্তু এ মাইকিংয়ের পরও অনেকেই ফুটপাত দখলে রেখে ব্যবসা করে আসছিলো।

এছাড়া পুরো এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখায় পথচারিরা হেঁটে রাস্তা পার হতে পারতো না।

একদিকে ফুটপাত দখলে রেখে দোকানে পসরা সাজানো হতো এবং অন্যদিকে পৌর এলাকার পুরো রাস্তায় অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী উঠা-নামা করানো হতো।

এ পরিস্থিতিতে সার্বক্ষণিক যানজট লেগেই থাকতো। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হতো পথচারী ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর