কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৮ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৬:০৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় চার দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতা।

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মেদ মানিক প্রমুখ।

জানা গেছে, উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭০টি প্রতিষ্ঠান চার দিনব্যাপি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এতে এ্যাথলেটিকস, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর