কিশোরগঞ্জ পৌরসভার সহকারি হিসাবরক্ষক এস এম আব্দুল হক (৪৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
মরহুম এস এম আব্দুল হক কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা কাটাবাড়িয়া গ্রামের বাইতুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।