কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় দণ্ডপ্রাপ্ত পরোয়ানার আসামি গ্রেপ্তার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৪ জানুয়ারি ২০২৪, রবিবার, ৯:১৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অর্থঋণ মামলায় আট মাসের কারাদণ্ড ও ছয় লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. সুমন মিয়া। তিনি উপজেলার মান্দারকান্দি গ্রামের মো. মহসিন মিয়ার ছেলে।

রবিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মান্দারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. সুমন মিয়ার বিরুদ্ধে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী থানায় অর্থঋণ (এনআই অ্যাক্ট) মামলা রয়েছে। ওই মামলায় বিচার কাজ শেষে আদালত তাকে আট মাসের কারাদণ্ড ও ছয় লাখ টাকা অর্থদণ্ড দেন।

রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এর পরিপ্রেক্ষিতে রবিবার (১৪ জানুয়ারি) সকালে পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি অর্থঋণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানার আসামি। তাকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর