কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর বিদায় বেলায় আবেগ আপ্লুত হয়ে কেঁদেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কেঁদেছেন ইউএনও নিজেও।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও'র বদলী জনিত বিদায় অনুষ্ঠানে এমন দৃশ্যের অবতারণা হয়। এসময় নিরব-নিস্তব্ধ হয়ে পড়ে পুরো সভাকক্ষ।
উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু এতে সভাপতিত্ব করেন।
বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন, এসিল্যান্ড তানিয়া আক্তার, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান প্রমুখ।
ইউএনও রোজলিন শহীদ চৌধুরীও বক্তব্য দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। এসময় পুরো সভাকক্ষ নিরব হয়ে যায়। উপস্থিত সকলের চোখে পানি চলে আসে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার ওসি নাহিদ হাসান সুমন, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, পাকুন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, সাবেক অধ্যক্ষ মো. জসীম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দীন, আবদুল হামিদ টিটু, নাজমুল হুদা রুবেল ও মুছলেহ উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, রোজলিন শহীদ চৌধরী দীর্ঘ দুই বছর চার মাস পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় বদলী হন।
পাকুন্দিয়া উপজেলায় দায়িত্ব পালনকালে একজন জনবান্ধব ও মানবিক ইউএনও হিসেবে সকল শ্রেণিপেশার মানুষের কাছে তিনি পরিচিতি লাভ করেন। গরীব ও অসহায় মানুষেরা তাঁর কাছ থেকে সেবা পেয়ে উপকৃত হন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ইউপি সচিব, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।