কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নতুন স্কুল ড্রেস পেল শিক্ষার্থীরা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:০৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দক্ষিণ চরটেকী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ-শত স্কুল শিক্ষার্থীর মধ্যে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব ড্রেস বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি এসব শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আমীন মিলন মাস্টার এতে সভাপতিত্ব করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এমএস আল মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সন্ধ্যা রাণী সাহা ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক, স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, চরফরাদী ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আল মামুন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, জিনাত আরা আফসারী, মিছরাত জাহান প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এমএস আল মামুন বলেন, নতুন পোশাক শিক্ষার্থীদের মনকে আনন্দিত করবে। এতে পড়ালেখার প্রতি তারা আরও বেশি উৎসাহিত হবে। শিক্ষার্থীদের বিদ্যালয় ও পড়ালেখার প্রতি আরো বেশি মনযোগী হতে বিদ্যালয়ের সভাপতির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর