কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্যবিয়ে নিরোধ শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার ওসি নাহিদ হাসান সুমন, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, নারান্দী ইউপি চেয়ারম্যান মো.মুছলেহ উদ্দিন, পাটুভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন প্রমুখ।
এতে নারীর ক্ষমতায়ন, বাল্যবিয়ে নিরোধ, নারীদের দেনমোহর আদায় সংক্রান্ত আইনি বিষয়াদি তুলে ধরেন, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) ডেপুটি ম্যানেজার (লিগ্যাল এইড এন্ড বিএডব্লিউসি) বিমল কুমার বিশ্বাস।
এসময় সেলপ এর অ্যাসোসিয়েট অফিসার মেহেরুন নেছা মৌ উপস্থিত ছিলেন।