কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় যুবদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৩ নভেম্বর ২০২৩, সোমবার, ৪:১১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মো. কামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম প্রমুখ।

উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত যুবক-যুবতী এ কর্মশালায় অংশ নেন।

পাকুন্দিয়ার ইউএনও রোজলিন শহীদ চৌধুরী বলেন, যুবদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যাতে বিপথগামী না হন সেজন্য সকলকে সচেতন হতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর