কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন।
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মাহবুবুর রহমান, শামসুদ্দোহা ও ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এডভোকেট মো. সোহরাব উদ্দিনের সাথে ছিলেন।
সন্ধ্যায় বুরুদিয়া ইউনিয়নের পশ্চিম কাগারচর গ্রামের গোপাল বাবুর বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে এডভোকেট মো. সোহরাব উদ্দিন দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শুরু করেন।
এরপর তিনি পর্যায়ক্রমে উপজেলার মোট ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় এডভোকেট মো. সোহরাব উদ্দিন পূজারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপ কর্তৃপক্ষের কাছে তার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।