কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি

 স্টাফ রিপোর্টার | ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৫:২৯ | সংগঠন সংবাদ 


বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৩-২০২৬ মেয়াদে ৮১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক সভাপতি মো. আব্দুল জলিল সভাপতি, জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লতিফ আরমান সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সংগীত শিল্পী হোসনে আরা বেগম মমতাজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন, অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, মো. ইবনে আব্দুল্লাহ শাহজাহান সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, মনিরুজ্জামান রিয়াদ দপ্তর সম্পাদক এবং মো. সাজ্জাদ হোসেন অর্থ সম্পাদক।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রওশন হোসেন পাঠান, কার্যকরী সভাপতি এ.এ. মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক লিকু সিকদার এর যৌথ স্বাক্ষরে গত ১৬ই অক্টোবর নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. লতিফ আরমান সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর