কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৭ অক্টোবর ২০২৩, শনিবার, ৯:২১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ রফিক মিয়া (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার লাউতলী বাজার এলাকা থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।

তথ্যটি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

গ্রেপ্তার হওয়া রফিক মিয়া উপজেলার আদিত্যপাশা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কৌশলে মাদক কারবার করে আসছে রফিক মিয়া। শনিবার (৭ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার পাকুন্দিয়া-মঠখোলা সড়কের লাউতলী বাজারের একটি দোকানের সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)  মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রফিক মিয়াকে আটক করা হয় ও তার দেহ তল্লাসি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর