কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৮ আগস্ট ২০২৩, সোমবার, ১০:৩০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান মো.নূরুজ্জামান বাবু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় পৌর বাজারের যানজট নিরসন, মাদক নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর