কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৮ মার্চ ২০২৩, বুধবার, ৬:৪৪ | পাকুন্দিয়া  


‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা জামান পুনম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. জাহানারা বেগম প্রমুখ।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিআইজিভুক্ত বিভিন্ন গ্রুপের নারী সদস্যসহ বেসরকারি সংগঠন ও সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নারী সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর