কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আবু ছায়েদ সরকারের ইন্তেকাল

 স্টাফ রিপোর্টার | ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৮:৪৪ | শোক সংবাদ 


কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ছায়েদ সরকার (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের নিজগ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে করিমগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর