কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে মাদকাসক্ত তরুণের ছয় মাসের কারাদণ্ড

 অষ্টগ্রাম সংবাদদাতা | ১১ জানুয়ারি ২০২৩, বুধবার, ৬:০২ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাসেল মিয়া (২২) নামে এক মাদকাসক্ত তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন-অর-রশিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ডে দণ্ডিত রাসেল মিয়া অষ্টগ্রাম সদর ইউনিয়নের খানঠাকুর দিঘীরপাড় এলাকার সিজিল মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বউবাজার এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ীর কারখানায় বুধবার (১১ জানুয়ারি) অভিযান পরিচালনা করে মাদকাসক্ত রাসেল মিয়াকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন-অর-রশিদ।

এ সময় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ এবং থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

পরে দণ্ডিত রাসেলকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর