কিশোরগঞ্জের করিমগঞ্জে ছাত্র আন্দোলনে গুলি, হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় উপজেলার গুজাদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চলমান অপারেশন ডেভিল হান্টে গত শুক্রবার (৯ মে) দিবাগত রাতে করিমগঞ্জ বাজারের ইটালি মহল থেকে করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরজু মেম্বার গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গুজাদিয়া পালইকান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি করিমগঞ্জ পৌর এলাকার মধ্য পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, আরজু মেম্বার বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলায় সরাসরি যুক্ত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে মামলা-হামলার মাধ্যমে হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও দলীয় প্রভাব বিস্তার করেও এতোদিন তিনি বহাল তবিয়তে ছিলেন।
ফেসবুকে গুজাদিয়া টিভি ও আরজু মিয়া পেইজের মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে নিয়ে বিরুপ মন্তব্য প্রকাশের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
কথাবার্তা ও চালচলনে সহজ সরল সাজার চেষ্টা করলেও ভেতরে ভেতরে পাকা খেলোয়াড় আরজু নিকট অতীতে রাতের আঁধারে পুলিশ নিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হানা দিতেন। তার ভয়ে সকলকেই তটস্থ থাকতে হতো।
তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের পরও বিএনপির একটি প্রভাবশালী গ্রুপের শেল্টারে এতোদিন পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছিলেন।
অবশেষে ছাত্র আন্দোলনে গুলি, হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর কাইয়ুম বাদী হয়ে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে গত ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা করিমগঞ্জ বাজারে সরকার পতনের এক দফা দাবিতে মিছিল বের করে।
এ আন্দোলনকে নস্যাৎ করতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা বিভিন্ন অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। এতে আন্দোলনকারী অনেকে আহত হন়।