কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে শাপলা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রী মারা গেছে। এছাড়া আবির (৭) ও জুবায়েদ (৬) নামে দুই শিশু নিখোঁজ নিখোঁজ হয়েছে।
পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রাম থেকে ছোট নৌকায় করে পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিরুই নদীর পাড় মাদরাসায় যাওয়ার পথে মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
নৌকাডুবিতে মারা যাওয়া শাপলা আক্তার চরআলগী গ্রামের মাইন উদ্দিনের মেয়ে।
এছাড়া নিখোঁজ আবির একই গ্রামের হাবিব মিয়ার ছেলে ও জুবায়েদ চরআলগী গ্রামেরই মোমতাজ উদ্দিনের ছেলে।
তারা তিনজনই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।
ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালালেও আবির ও জুবায়েদ এর কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরআলগী গ্রাম থেকে নয়জন শিক্ষার্থী ছোট একটি নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে বিরুই নদীর পাড় দাখিল মাদরাসায় পরীক্ষা দিতে যাচ্ছিলো। ব্রহ্মপুত্রের স্রোতের তোড়ে ছোট নৌকাটি দত্তের বাজার এলাকার কাছাকাছি যেতেই ডুবে যায়।
এ সময় শাপলা আক্তারসহ সাত শিক্ষার্থী সাঁতরে তীরে ওঠতে সক্ষম হয় এবং দুই শিশু আবির ও জুবায়েদ তীরে ওঠতে ব্যর্থ হয়।
এ সময় আবির আর্তচিৎকার করে শাপলাকে উদ্দেশ্য করে বলে, ‘ফুফু, আমাকে বাঁচাও’। এ পরিস্থিতিতে শাপলা ভাইপো আবিরকে উদ্ধারের জন্য নদে নেমে সে নদের পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধার তৎপরতার এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শাপলা আক্তারের মৃতদের উদ্ধার করা হয়।
এরপর সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো হলেও দুই শিশু আবির ও জুবায়েদ এর খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন জানান, ঘটনা শোনার পর পরই তারা ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।