কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | রকমারি
জুলাই ২, ২০২৫
কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা পরিষদ। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বুধবার (২ জুলাই) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ৮ জুলাই, ২০২৫ এর মধ্যে অনলাইন এবং অফলাইনে আইডিয়া পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিটি নিচে হুবহু দেওয়া হলো।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ দেশের সকল জেলা পর্যায়ে তরুণদের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। সেমতে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্থানীয় বাস্তবতায় উপযোগী এবং বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী আইডিয়া আহ্বান করা যাচ্ছে, যার মূল প্রতিপাদ্য “আমার চোখে জুলাই বিপ্লব”। কিশোরগঞ্জ জেলা পরিষদ আগামী ০৮ জুলাই ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি জেলা পরিষদ কার্যালয়ে অথবা অনলাইনে (google form: https://forms.gle/eyk3HG1W9g8pUAAZ9 ) আইডিয়া প্রেরণের অনুরোধ জানাচ্ছে।

আইডিয়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে পারবেন : (১) ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী; (২) মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; (৩) যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ; (৪) শুধুমাত্র দলীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে; (৫) নারী সদস্যের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

আইডিয়া জমা দেওয়ার কাঠামো (মানদন্ড) : (১) ১-২ পৃষ্ঠার একটি ধারণাপত্র (বাংলা বা ইংরেজিতে) অবশ্যই উল্লেখ করতে হবে; (২) আইডিয়ার শিরোনাম; (৩) আইডিয়ার ভূমিকা; (৪) আইডিয়ার বিবরণ (স্থান উল্লেখসহ), উদ্দেশ্য ও প্রত্যাশিত প্রভাব; (৫) আইডিয়া বাস্তবায়নে দলের সদস্যদের সুনির্দিষ্ট ভূমিকা উল্লেখ করতে হবে; (৬) সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষমতা; (৭) প্রস্তাবের স্বতন্ত্রতা (Uniqueness); (৮) কাঙ্খিত ফলাফল; (৯) গণঅভ্যুত্থানের সাথে সামঞ্জস্যতা; (১০) দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যতা।

এই বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত বিধায় বিস্তারিত তথ্যাদি ও নিয়মাবলী অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ কার্যালয় হতে জানা যাবে। উক্ত বিজ্ঞপ্তিটি জেলা পরিষদের ওয়েব সাইট www.zpkishoreganj.gov.bd এ দেখা যাবে।