করিমগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

করিমগঞ্জ প্রতিনিধি | করিমগঞ্জ
মে ১৬, ২০২৫
করিমগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশের নদীর পাড় থেকে ট্রাকে করে বাড়িতে ধান আনতে গিয়ে বজ্রপাতের ঘটনায় মো. মতিউর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যার কিছু আগে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাহিরচর গ্রামে বজ্রপাতে এই প্রাণহানির ঘটনাটি ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া যুবক মো. মতিউর রহমান বাহিরচর গ্রামের আব্দুল আশিদের ছেলে।

নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, মতিউর রহমান সম্পর্কে তার ভাতিজা।

সন্ধ্যার আগে বাড়ির পাশে ছেছড়া নদীর পাড় করে ট্রাকে করে ধান আনছিলো মতিউর। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

করিমগঞ্জ'র অন্যান্য খবর

সর্বশেষ