কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 হাবিবুর রহমান বিপ্লব, করিমগঞ্জ | ২৯ আগস্ট ২০২১, রবিবার, ৮:৩৭ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম নাদিম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী মুদির বাজারে বিদ্যুৎস্পৃষ্টে এ নিহতের ঘটনাটি ঘটে।

নিহত সামিউল ইসলাম নাদিম করিমগঞ্জ পৌরসভার আশুতিয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

তিন ভাই ও এক বোনের মধ্যে সকলের ছোট ও খুব আদরের নাদিম করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, করোনা মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় পরিবারের বাড়তি আয়ের জন্য নির্মাণ শ্রমিকের কাজ নিয়েছিলেন সামিউল ইসলাম নাদিম।

রোববার (২৯ আগস্ট) নানশ্রী মুদির বাজারের একটি মাদরাসার মার্কেটের নির্মাণ শ্রমিকের কাজ করছিল সে। দুপুর ১২ টার দিকে মোটরের সংযোগ তার হতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ নিউজকে জানান, এ ব্যাপারে থানা একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর