কিশোরগঞ্জের ভৈরবে শহীদ আইভি রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ আগস্ট) ভৈরব উপজেলা পরিষদের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব শাহাওয়াত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রয়াত আইভি রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে ভৈরব উপজেলার ৩৬টি পরিবারের মধ্যে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়।