কিশোরগঞ্জের ভৈরবের পুরাতন ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল, আট হাজার ৫৮০ মিটার রিং জাল জব্দসহ ১০ জেলেকে আটক করে ২২ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ আগস্ট) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
অর্থদণ্ডে দণ্ডিত জেলেরা হচ্ছে, জগন্নাথপুরের মোজাম্মেল (৩৩), কালিকাপ্রসাদের হুমায়ুন (৩৮), বাবুল মিয়া (৪৫), বিল্লাল (২৮), চরেরকান্দার সেলিম (৪০), রামনগরের হান্নান (৪৬), মমতাজ (৫৫), লক্ষীপুরের স্বপন (২৭), নিলুন্দিয়ার আব্দুল গণি (৪৮) ও ফাইজুল (৬০)।
পরে উদ্ধারকৃত জাল নদের তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে মৎস্য বিভাগ জানিয়েছে।
এছাড়া ফেরিঘাট মাছ বাজার থেকে ক্ষতিকর জেলযুক্ত ৭ কেজি মাছ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী মাছ রেখে দৌড়ে পালানোর সময় আটক করা হয়।
পরে জেলযুক্ত মাছ বিক্রির অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান জানান, সোমবার (১৬ আগষ্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে একটি টিম ভৈরবের পুরাতন ব্রহ্মপুত্র নদে অভিযান চালায়।
এ সময় নদের বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল ব্যবহার করে মাছ শিকার করার অপরাধে ১০ জেলেকে আটক করা হয়।
এ ধরণের জাল ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে ডিমও ধ্বংস হচ্ছে। এসব জাল দিয়ে পোনা ধরায় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইনে এ ধরণের জাল ব্যবহার নিষিদ্ধ আছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং মৎস্য সংরক্ষণ আইনে আটক জেলেদের আর্থিক জরিমানা করা হয়।
নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযানে অব্যাহত থাকবে বলে তিনি জানান।