কিশোরগঞ্জের ভৈরবে গাভীকে গোয়ালঘরে নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট রেজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা ও তার গাভীটির মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের উত্তরপাড়ায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
নিহত রেজিয়া বেগম সাদেকপুর গ্রামের উত্তরপাড়ার সালাম শেখের স্ত্রী।
পারিবারিক সুত্র জানায়, দিনভর বৃষ্টিতে রেজিয়া বেগমের বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে সন্ধ্যায় আগুন লেগে যায়। আগুনের ফলে খুঁটিসহ টানা দেয়া জিআই তারে বিদ্যুতায়িত হয়।
সন্ধ্যার দিকে রেজিয়া বেগম বাড়ির সামনে থেকে তার গাভীন গরুটি গোয়ালঘরে আনতে যান।
এ সময় খুঁটিতে টানা দেয়া জিআই তারে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হলে রেজিয়া গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
এতে ঘটনাস্থলেই রেজিয়া বেগম ও গাভীটির মৃত্যু হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।