কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নবাগত ইউএনও’র সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময়

 পাকুন্দিয়া সংবাদদাতা | ১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ১:২২ | পাকুন্দিয়া  


শিক্ষার গুণগত মান ও শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের উপর গুরুত্বারোপ করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সাথে শিক্ষক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন তরুন, সাধারণ সম্পাদক প্রভাষক মনিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক রেজাউল করিম, কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শাহ আমীন উল্লাহ শামীম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন, কার্যনির্বাহী সদস্য এটিএম খলিলুল্লাহ শাকিল প্রমুখ।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর