কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ভৈরব নৌ-থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের কালী নদী থেকে ওই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুরে মেঘনার অববাহিকার কালী নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।
লাশের পরনে হাফহাতা সাদা-কালো রংয়ের গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল। মুখে ফ্রেন্স কাটিং দাড়ি ছিল।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নৌ-পুলিশ অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে।
তার আনুমানিক বয়স হবে ৪০ বছর।
মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।