কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে বিধিনিষেধ অমান্য করায় ১৫ জনকে জরিমানা

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ২৬ জুলাই ২০২১, সোমবার, ৭:৩৫ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে কঠোর লকডাউনের চতুর্থ দিন সোমবার (২৬ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে ভৈরব থানা পুলিশ।

এ বিষয়ে ইউএনও লুবনা ফারজানা বলেন, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভৈরব প্রশাসন দিনরাত মাঠে কাজ করে যাচ্ছে। কিন্তু সরকারি নির্দেশনা মানতে মানুষের মধ্যে বেশি উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। যার কারণে আমাদের কঠোর হতে হচ্ছে।

যারা অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করছে আমরা তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছি।

সোমবার (২৬ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সবাইকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও লুবনা ফারজানা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর