কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রাতের আঁধারে বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ টিটু

 স্টাফ রিপোর্টার | ১২ মে ২০২১, বুধবার, ৩:৪০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে রাতের আঁধারে করোনায় বিপর্যস্তদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, বিসিবি’র পরিচালক ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (১১ মে) রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীর দামপাড়া ও আশপাশ গ্রামের অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে তিনি ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, মহামারি করোনায় সারা পৃথিবীর মতো বাংলাদেশেও মানুষ কর্মহীন হয়ে বিপাকে পড়েছে। এ অবস্থায় জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

মমতাময়ী নেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরকে নিয়ে বিপর্যস্ত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কোনো মানুষ যেনো খাদ্য সংকটে না থাকে তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বসির উদ্দিন রিপন, যুবলীগ নেতা মোল্লা খায়রুল নোমানী, এডভোকেট মাহবুবুর রহমান স্বরমিন, মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম তুষার, কাজী আবেদীন সোলায়মান, আজিজুল হক আজিজ প্রমুখ ঈদ সামগ্রী বিতরণ কাজে অংশ নেন।

প্রতি পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি পিঁয়াজ, এক কেজি লবণ ও এক কেজি মুড়ি দেয়া হয়।

ঈদ সামগ্রী পেয়ে প্রতিটি পরিবার বেজায় খুশি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর