কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ৫ মে ২০২১, বুধবার, ২:১৮ | কিশোরগঞ্জ সদর 


গত ৩০ মার্চ বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কিশোরগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা পারভেজ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে শহরের বয়লা তারাপাশা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি নেতা গোলাম মোস্তফা পারভেজ শহরের বয়লা তারাপাশা এলাকার মৃত সিরাজুল ইসলাম ওরফে সিরু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির ৩০ মার্চের কর্মসূচি ঘিরে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ পেনাল কোডে মামলা দায়ের করা হয়।

এই মামলায় ৫৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১৮০০ জনকে আসামি করা হয়েছে।

জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা পারভেজ এই মামলায় সন্দিগ্ধ হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার (৪ মে) দিবাগত রাতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে শহরের বয়লা তারাপাশা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার (৫ মে) তাকে আদালতে চালান দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর