কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাংলাদেশের ছয় জেলার সিভিল সার্জন কিশোরগঞ্জের ছয় তারকা চিকিৎসক

 বিশেষ প্রতিনিধি | ২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:১৪ | এক্সক্লুসিভ 


রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কিশোরগঞ্জ একটি ভিভিআইপি জেলা। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কিশোরগঞ্জের কৃতী পুরুষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। দেশ ও দলের দুর্দিনে কাণ্ডারীর ভূমিকা পালনকারী কিশোরগঞ্জের আরেক কীর্তিমান পুরুষ জিল্লুর রহমান রাষ্ট্রপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। প্রথমবারের মতো টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিন তিনজন রাষ্ট্রপতির এ জেলায় জন্ম নিয়েছেন অসংখ্য কীর্তিমান মানুষ। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যসহ প্রায় সব ক্ষেত্রে তাঁরা আলো ছড়িয়েছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই স্বাস্থ্যক্ষেত্রও। শহীদ বুদ্ধিজীবী ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরী, ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. ডা. এ.এ. মাজহারুল হক, প্রয়াত সংসদ সদস্য প্রফেসর ডা. মো. আবদুল মান্নান মতো মানবহিতৈষী চিকিৎসকের জন্ম হয়েছে এ জেলায়। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন দেশবরেণ্য চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কিশোরগঞ্জের বরেণ্য চিকিৎসক ডা. দীন মোহাম্মদ।

তাঁদের যোগ্য উত্তরসূরি হিসেবে দেশের ৬৪টি জেলার মধ্যে ছয়টি জেলায় সিভিল সার্জন হিসেবে স্বাস্থ্য বিভাগের নেতৃত্ব দিচ্ছেন কিশোরগঞ্জের ছয় তারকা চিকিৎসক। তারা হলেন, ডা. সৈয়দ মনজুরুল হক, ডা. মো. হাবিবুর রহমান, ডা. সুলতানা রাজিয়া, ডা. মো. তাজুল ইসলাম খান, ডা. এহসানুল হক মুকুল ও ডা. খায়রুল আলম।

তাদের মধ্যে ডা. সৈয়দ মনজুরুল হক গাজীপুর জেলার সিভিল সার্জন, ডা. মো. হাবিবুর রহমান নিজ জেলা কিশোরগঞ্জের সিভিল সার্জন, ডা. সুলতানা রাজিয়া নরসিংদী জেলার সিভিল সার্জন, ডা. মো. তাজুল ইসলাম খান নেত্রকোনা জেলার সিভিল সার্জন, ডা. এহসানুল হক মুকুল নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ও ডা. খায়রুল আলম চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছয় জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ পদে থাকা এই ছয় তারকা চিকিৎসকের মধ্যে গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ মনজুরুল হক এর বাড়ি জেলার নিকলী উপজেলায়। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এর বাড়ি কটিয়াদী উপজেলায়। নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া এর বাড়ি করিমগঞ্জ উপজেলায়। নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান এর বাড়ি করিমগঞ্জ উপজেলায়। নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এহসানুল হক মুকুল এর বাড়ি কুলিয়ারচর উপজেলায়। চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. খায়রুল আলম এর বাড়ি তাড়াইল উপজেলায়।

খোঁজ নিয়ে জানা গেছে, এই ছয় জেলাতেই কিশোরগঞ্জের এই ছয় তারকা চিকিৎসক অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে স্বাস্থ্য বিভাগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তাদের ঝুলিতে শ্রেষ্ঠত্বের অনেক পুরস্কার ও সার্টিফিকেট জমা হয়েছে। মহৎ কর্মের মাধ্যমে তারা কিশোরগঞ্জের সুনাম ছড়িয়ে দিচ্ছেন সারা দেশে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর