কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে একতা সোপ ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ৩১ মার্চ ২০২১, বুধবার, ৬:৪৬ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআই এর অনুমোদন না থাকায় ও একই সাবান বিভিন্ন মোড়কে বাজারজাত করায় কাপড় ধোয়ার বল সাবানের ফ্যাক্টরি একতা সোপ এর মালিক সত্যজিৎ কুমার দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া মাস্ক ছাড়া চলাফেরা করায় ১১ জন পথচারীকে ১ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড এবং হেলমেট ও লাইসেন্স না থাকায় ৫ জন মোটর সাইকেল চালককে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ সদস্যরা।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনার অংশ হিসেবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অন্যান্য সকল নির্দেশনা বাস্তবায়নের জন্য ভৈরব বাজার এলাকায় অভিযান পরিচলনা করা হয়।

এ সময় মাস্ক ছাড়া চলাফেরা করায় ১১ জন পথচারীকে অর্থদণ্ড করা হয়।

হেলমেট ও লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে ৫ জনকে অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া বিএসটিআই এর অনুমোদন না থাকায় সাবানের একটি ফ্যাক্টরিকে জরিমানা করা হয়।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও লুবনা ফারজানা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর