কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে রাব্বী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১০:১৮ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুরে অটোচালক মোঃ রাব্বী মিয়া (১৮) হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাব্বী পরিষদের ব্যানারে উপজেলার পিরিজপুর বোর্ডবাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তৃতা করেন পিরিজপুর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক, বাংলাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোকাদ্দাস আহাম্মেদ প্রমুখ।

বক্তাগণ বলেন, মামলার এজহারভুক্ত সাচ্চু মিয়া, দুলাল মিয়া, আজিজুল, মাসুম, বিল্লাল, ইয়াছিন, সারোয়ার, কাইয়ুম গংদের এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ সময় তারা রাব্বী হত্যার সুষ্ঠু বিচারের জন্য মামলাটি সিআইডিতে স্থানান্তরের জন্য জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বাজিতপুর উপজেলার নিলখী হাপানিয়া গ্রামের মোঃ লিলু মিয়ার ছেলে অটোচালক মোঃ রাব্বী মিয়াকে গত ৭ জুলাই দিবাগত রাতে অটোসহ অপহরণ করে নিয়ে যায় মামলার আসামীরা।

সপ্তাহখানেক পর অভিযুক্ত প্রধান আসামীর বাড়ির পাশের পরিত্যক্ত বাথরুমের ট্যাংকি থেকে রাব্বীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর