আলোচনা সভা, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও র্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ভৈরবে মোহনা টিভির ১০ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মোহনা টিভি ভৈরব প্রতিনিধি মো. জামাল মিয়ার আয়োজনে সোমবার (১১ নভেম্বর) সকালে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজলের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ফারুক, দৈনিক প্রথম আলো ভৈরব অফিস নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার, হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মো. জামাল মিয়া।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে জন্মবার্ষিকীতে মোহনা টিভির দীর্ঘ সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টিভি আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন দৈনিক কালেরকণ্ঠ ও বৈশাখী টিভি ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ।